নাটোর প্রতিনিধি,প্রসেনজিত কুমার।। নাটোরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠে এই বইমেলার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
জেলা প্রশাসন আয়োজিত এই বইমেলায় নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জজ কোর্টের পিপি অ্যাড, সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘অমর একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছি। ভাষা সংগ্রামীদের আত্মত্যাগ আমরা কখনোই ভুলব না।’ পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৬ দিনব্যাপী এই বইমেলায় মোট ৩২টি স্টল অংশ গ্রহণ করেছে।
প্রসেনজিত কুমার,
নাটোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ