সাইফুল ইসলাম স্বপন, স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর সড়ক দূর্ঘটনা, চাঁদাবাজি ও হয়রানি রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭’ই ফেব্রয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে স্থানীয় পরিবহন মালিক, শ্রমিকদের নিয়ে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ সভা আয়োজন করা হয়।
এতে টি আই (ট্রাফিত প্রশাসন) মামুন আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পুলিশের সেবা নেন, চাঁদাবাজ থেকে দূরে থাকুন। চালক ও মালিকদের রশীদ ছাড়া কোন ধরণের চাঁদা না দেওয়ার আহবান জানান পুলিশ সুপার। এসময় তিনি পুলিশের পক্ষ থেকে প্রতি মাসে দুই দিনব্যাপী চালকদের প্রশিক্ষন ও ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে ট্রাফিক পুলিশের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন। সড়ক দূর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণ, অতিরিক্ত যাত্রী না উঠানো, যত্রতত্র গাড়ী থামানো ও পার্কিংয়ের বিষয়ে দিক নির্দেশনা দেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন।
সাইফুল ইসলাম স্বপন,
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ