সাইফুল ইসলাম স্বপন।।স্টাফ রির্পোটারঃ লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ র্নিবাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৯’জন। মনোনয়ন প্রত্যাশীদের ৯’জনের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কেএম সালাহ উদ্দিন টিপু রয়েছে আলোচনায়।
কর্মীবান্ধব সাংগঠনিক দক্ষতার কারণে তিনি রয়েছেন জনপ্রিয়তার র্শীষে। ছাত্ররাজনীতি থেকে কাজ করা এ কে এম সালাহ উদ্দিন টিপু ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজের ভিপি, জেলা ছাত্রলীগের সভাপতি, জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ও আহবায়ক। সর্বশেষ ২০১৭ সালের নভেম্বর মাসে যুবলীগের সম্মেলনের মাধ্যমে তিনি জেলা যুবলীগের সভাপতি র্নিবাচিত হন। আওয়ামী পরিবারে জম্ম নেওয়া টিপুর বাবা লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ল²ীপুর পৌর সভার ৩ বারারে র্নিবাচিত মেয়র বর্তমান মেয়র আবু তাহেরের মেজ ছেলে।
এ কেএম সালাহ উদ্দিন টিপু যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামীলীগের যে কোন কর্মীর বিপদে ছুটে যান তাদের পাশে। তিনি গরীব অসহায় অসুস্থ রোগীর পাশে সহযোগিতার হাত নিয়ে দাড়ান। টিপুর নেতৃত্ব জেলা যুবলীগের থানা পৌর ও ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড কমিটি গুলো সক্রীয় ও শক্তিশালী। যে কোন দলীয় কর্মসূচিতে থাকে যুবলীগের সক্রিয় উপস্থিতি। এক সময় র্দুবল ল²ীপুর জেলা যুবলীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী হয়েছে এ কে এম সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে।
তিনি ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান র্নিবাচিত হওয়ার পর সরকারী টিআর কাবিখার বরাদ্ধ দিয়ে মাটির কাজের পরির্বতে ইটের সলিং করেছেন। সরকারের বিভিন্ন মন্ত্রনালয় থেকে বরাদ্ধ এনে এলাকার উন্নয়ন করেছেন। একেএম সালাহ উদ্দিন টিপুকে একক প্রার্থী করার জন্য জেলা যুব
মহিলালীগ ল²ীপুর শহরে মিছিল করেছে।
সাইফুল ইসলাম স্বপন
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ