পাপ পঙ্কিলতার অস্বস্তি ও অস্হিরতায় মানব সমাজ যখন দোদুল্যমান, বিষয়-বাসনায় মত্ত এবং জীবন সংগ্রামে ক্ষত-বিক্ষত হয়ে মরিচিকার পথ ধরে প্রত্যাবর্তনহীনতার জগতে ধাবমান, ঠিক তখনই মধুমাসের মধুক্ষনে বিশ্ব শান্তি ও স্বস্তি কল্পে নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের হাসিমপুর সারর্বজনীন মন্দীর প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী পবিত্র ধর্মসভা ও শ্রীমন্নহাপ্রভুর ভোগ অন্তে মহাপ্রসাদ বিতরন। প্রবিত্র হিন্দু ধর্মসভায় প্রধান বক্তাঃ ছিলেন ধিরেন্দ্রনাথ বিশ্বাস এম.এ.এল.এল.বি এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং ধর্মলোচক ও গবেষক। দ্বীতীয় বক্তাঃ ছিলেন শ্রী গোবিন্দ লাল সরকার গীতা গবেষক শ্রীশ্রী গীতা সংঘ-ঢাকা, এবং অন্যান্য আলোচক বৃন্দু আলোচনা করেন। মহাপ্রভুর ভোগ নিবেদনের কীর্তন পরিবেশনায় ছিলেন শ্রী ধিরেন্দনাথ সরকার ও তাঁর সহঃ কীর্তনীয়াবৃন্দ বাঘা, রাজশাহী। এবং আনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন মোঃ ইসাহক আলী চেয়ারম্যান ৪নং আড়বাব ইউনিয়ন এবং সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ লালপুর উপজেলা শাখা লালপুর, নাটোর। অনুষ্ঠনের সভাপতি ছিলেন শ্রী সত্যেন্দ্রনাথ মন্ডল।

প্রসেনজিত কুমার
নাটোর , বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে