নারায়নগঞ্জে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীতে নাটোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষক সমাজ।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্টের ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দিঘাপতিয়া এম কে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হায়দার আলী, নব-বিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, শিক্ষক পরিতোষ অধিকারীসহ শিক্ষক নেতৃবৃন্দ। বক্তারা বলেন কিছু কিছু সরকারী প্রভাবশালী ব্যক্তি ও সরকারী কর্মকর্তা মাঝে মাঝেই শিক্ষকদের লাঞ্ছিত করছেন। তারই ধারাবাহিকতায় নারায়নগঞ্জের প্রভাবশালী ব্যক্তি সেলিম ওসমান এম পি শিক্ষক শ্যামল কান্তিকে জনসমক্ষে লাঞ্ছিত করে সারা দেশের মানুষ গড়ার কারিগরদের লাঞ্ছিত করেছেন। অবিলম্বে এ ধরণের আচরণ বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে জরুরী পদক্ষেপ নেওয়ার দাবী জানান তারা। পরে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে তাদের দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
প্রসেনজিত কুমার
নাটোর , বিডি টাইমস নিউজ ।