নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ের বাধা দূর করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ‘গ্লোবাল উইমেন লিডারস ফোরামের’ উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী এ অঙ্গীকার করেন।

নারীর রাজনৈতিক ক্ষমতায়নের দিকটি তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশই সম্ভবত একমাত্র দেশ, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার ও সংসদ উপ-নেতা সবাই নারী।
এর আগে, লন্ডন থেকে সোফিয়ায় পৌঁছালে, সেখানে থাকা বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও ফোরামের আয়োজকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইউনেস্কোর মহা-পরিচালক ইরিনা বোকোভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে নারীর ক্ষমতায়নে তাঁর সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে বাংলাদেশের নারীরা পৃথিবীর অন্য যেকোনো দেশের তুলনায় এগিয়ে বলেও উল্লেখ করেন তিনি। এ সময়, বিশ্বকে নারীর জন্য নিরাপদ করতে এবং সম-অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে