নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যকারীকে শাস্তি দেয়ার অপরাধে ফাঁসি হলেও মাথা পেতে নিতে তার আপত্তি নেই।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘটনার জন্য তিনি ক্ষমা চাইবেন না বলেও জানান। তবে উদ্ভূত পরিস্থিতির জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন সেলিম ওসমান।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বলেন, ‘ধর্মকে নিয়ে কটাক্ষ করায় তাকে (শ্যামল কান্তি) এ শাস্তি দিয়েছি। এখানে প্রায় পাঁচ হাজার লোক জড়ো হয়েছিল। তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। সে জনরোষ থেকে তাকে বাঁচানোর জন্য এ শাস্তি দেওয়া হয়েছে। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।’
সেলিম ওসমান আরো বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে বিচারে যদি আমাকে ফাঁসিও দেওয়া হয়, তা আমি মেনে নেব। আল্লাহকে নিয়ে যাঁরা কটূক্তি করেছেন, তাঁদের শাস্তি দেওয়ার জন্য আমি ক্ষমা চাইব না।’