রোয়ানু ঘূর্ণিঝড়ের আশঙ্কায় চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ৪ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিসে সাংবাদিকদের এ কথা জানান আবহাওয়াবিদ তাসলিমা ইমাম।  তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীসহ সারাদেশে সারাদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রোয়ানু’র প্রভাবে বরিশাল সকাল থেকে হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির পাশাপাশি বইছে ঠাণ্ডা বাতাসও।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ, দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বি দ্র ঃ ঘূর্ণিঝড় রোয়ানুর সম্ভাব্য গতিপথ নির্ণয় করেছে আবহাওয়া অধিদপ্তর (ছবিটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পাতা থেকে নেয়া)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে