বেশ কয়েক বছর ধরে কেবল সরকারি প্রতিষ্ঠানে গাড়ি সরবরাহ করে আসছে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তবে এবার কেবল সরকারি পর্যায়ে নয়, সব ধরনের গ্রাহক ধরাই লক্ষ্য প্রতিষ্ঠানটির। এজন্য স্বল্পমূল্যের গাড়ি উৎপাদনে জোর দিচ্ছে তারা। তাই যোগাযোগ করা হচ্ছে বিশ্বের স্বল্পমূল্যের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে।
ভারতের পর সম্প্রতি চীনের একটি প্রতিষ্ঠানের সাথে গাড়ি সংযোজনের চুক্তিও করেছে প্রগতি।
গেলো কয়েকবছর ধরে জাপানের মিৎসুবিসি কোম্পানির দু’টি মডেলের যন্ত্রাংশ এনে গাড়ি সংযোজন করে আসছে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যার ক্রেতা মূলত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
তবে এসব গাড়ি উচ্চ মূল্যের বলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সব চাহিদা পূরণ করা সম্ভব হয়না। তাই এবার স্বল্পমূল্যের গাড়ি সংযোজনের দিকে ঝুঁকছে সংস্থাটি। এজন্য উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করেছে ভারতের মাহিন্দ্র কোম্পানীর দুটি মডেলের জীপ।
তবে এতেই সীমাবদ্ধ থাকতে চায় না প্রতিষ্ঠানটি। বিসিআইসির চেয়ারম্যানের দাবি, দেশের অর্থনীতি বিবেচনায় স্বল্পমূল্যের গাড়ি উৎপাদন বাড়াতে চায় তারা। লক্ষ্য, সব ধরনের গ্রাহকের চাহিদা মেটানো। এজন্য স্বল্পমূল্যে গাড়ি উৎপাদনকারী বিশ্বের বিভিন্ন কোম্পানীর সাথে যোগাযোগ করছে প্রগতি। সম্প্রতি চীনের একটি কোম্পানীর সাথেও চুক্তি করার কথা জানান বিসিআইসির চেয়ারম্যান।
দেশের একমাত্র রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানটি তিনটি মডেলের প্রায় ৯শ গাড়ি সংযোজন করে বছরে।