সিনেমা দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ টরেন্টো চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আগামী ১৯ মে। আর সেই আয়োজনে লাল-সবুজের পতাকা নিয়ে হাজির হতে যাচ্ছে তিনটি সিনেমা। গাজী রাকায়াতের মৃত্তিকা মায়া, মোরশেদুল ইসলামের অনিল বাগচির একদিন ও প্রসূন রহমানের সূতপার ঠিকানা।

এবারের আসরে ১৫টি ভাষায় তৈরি এশিয়ার মোট ৮০টি সিনেমা দেখানো হবে। ক্ষীরমোহন। তার ভালোবাসা-পেশা সবই মাটিকে ঘিরে। নরম মাটি দিয়ে নানা তৈজস পত্র আর খেলনা তৈরি করেন তিনি। তবে, ক্ষীরমোহনের এই পেশার প্রতি একটুকুও আগ্রহ নেই তার সন্তানদের।

দুজনই বসতি গড়েছেন ইট-কাঠের শহরে। এমন গল্প নিয়ে ২০১২ সালে সরকারী অনুদানে ‘মৃত্তিকা মায়া’ নির্মাণ করেন গাজী রাকায়েত। ২০১৩ সালে ছবিটি পায় ১৭টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তার ‘অনিল বাগচির একদিন’ উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরি করেন মোরশেদুল ইসলাম। মুক্তিযুদ্ধের পাশাপাশি মানবতাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উঠে এসেছে সিনেমাটিতে।
india-showbizz

২০১৩ সালে সরকারি অনুদানে তরুণ নির্মাতা প্রসূন রহমান তৈরি করেন ‘সূতপার ঠিকানা’। সিনেমায় উপজীব্য করা হয়েছে, এই সমাজে এক নারীর অবস্থান আর তার সংগ্রামের কাহিনী। তিনটি ছবিই এবার দেখানো হবে, কানাডার টরেন্টো চলচ্চিত্র উৎসবে।

নির্মাতা প্রসুন রহমান বলেন, বিশ্বজুড়ে বাড়ছে বাংলা ছবির দর্শক। বিশ্ব চলচ্চিত্রে এখনও সাবালক হতে পারেনি দেশের সিনেমা। টরেন্টো উৎসবে যাওয়া তিনটি ছবির নির্মাতাই মনে করেন একটু একটু করে সেই পথেই যাচ্ছে ঢাকাই চলচ্চিত্র।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে