হলিউড, বলিউডসহ বিশ্ববাসীর নজর যখন কান ফিল্ম ফেস্টিভেলের দিকে, তখন ফিলিস্তিনের গাজায় আয়োজন করা হয়েছে কান ফেস্টিভেলের অনুরূপ ভিন্নধর্মী ‘হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভেল’।
ইসরাইলি আগ্রাসনের শিকার গাজার অধিবাসীদের জীবনে এক টুকরো বিনোদন এনে দেয়াই এ উৎসবের মূল উদ্দেশ্য। এ বছর দ্বিতীয়বারের মত গাজায় এ উৎসব আয়োজন করা হল।
আয়োজকরা বলছেন, এ উৎসবের কারণে হয়ত গাজাবাসী অল্প সময়ের জন্য হলেও তাদের দুঃখ কষ্ট ভুলে শান্তি অনুভব করতে পারবেন। ৪ দিন ধরে চলা এবারের ফিল্ম ফেস্টিভেলে ৭০ টি সিনেমা দেখানো হবে যা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিনোদন ডেস্ক, বিডি টাইম্স নিউজ