রাজধানীর বাবুবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ও নকল ঔষধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনার সঙ্গে জড়িত একজনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে, সোমবার সকাল ১১টা থেকে হাজীরানী মার্কেটের ঔষধের গুদামে যৌথ অভিযান চালায় র‌্যাব-১ এবং ঔষধ প্রশাসন। এ সময় আনুমানিক ১২ লাখ টাকার, সরকারি হাসপাতালে সরবরাহ করা ওষুধ, উদ্ধার করা হয়।

এছাড়া, ২ লাখ টাকার বিদেশি নকল ওষুধও জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত ঘটনার সঙ্গে জড়িত জুয়েল মিয়াকে ১০ লাখ টাকা জরিমানা এবং ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন। জড়িত আরো দুই ব্যবসায়ীর নামে ফৌজদারি আইনে মামলা করা হয়েছে।

মিটফোর্ড হাসপাতালের মাত্র ৩শ’ গজের মধ্যে এ বিপুল পরিমাণ সরকারি ওষুধ গুদামজাত করার পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে জানান ম্যাজিস্ট্রেট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে