ঢাকা দক্ষিণের সঙ্গে যুক্ত হওয়া নতুন ৮টি ইউনিয়নকে আধুনিক শহরের রূপ দিয়ে মূল ঢাকার চাপ কমানো হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেয়র সাঈদ খোকনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ইতোমধ্যেই নতুন যুক্ত হওয়া জায়গাগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া কাজ শুরু হয়েছে।

অপরিকল্পিত নগর একদমই পছন্দ করি না দাবি করে মেয়র বলেন, ডিএসসিসিতে নতুন ৮টি ইউনিয়ন যুক্ত হয়েছে। ডিএসসিসি’র নাগরিকরা যেসব সুযোগ সুবিধা ভোগ করছেন, নতুন ৮টি ইউনিয়নের নাগরিকরাও একই সুযোগ সুবিধা পাবেন। একটি বৃহৎ পরিকল্পনা রয়েছে নতুন ৮টি ইউনিয়ন নিয়ে। কিভাবে ঢাকার ভেতরের ঘনবসতি কমিয়ে ইউনিয়নগুলোকে সম্প্রসারিত করা যায়। তার জন্য সময় প্রয়োজন। এ জন্য আমাকে একটু সময় দিন।

সাঈদ খোকন বলেন, ‘নতুন যুক্ত হওয়া ৬৪ বর্গ কিলোমিটার এলাকায় যদি ১ কোটি থেকে ১ কোটি ২৫ লাখ মানুষের ৪০ শতাংশ জনসংখ্যাকে সেখানে পরিকল্পিত নগরী গড়ে সরিয়ে নেয়া সম্ভব হয় তাহলে মূল শহরের সমস্যা তো দূর হবেই ওই শহরটিও উন্নত হবে।’ তিনি আরও বলেন, নতুন ইউনিয়নের মধ্যে ডিএনডি এলাকার জলাবদ্ধতা আমার কাছে বড় চ্যালেঞ্জ। এখানে প্রায় সময়ই জলাবদ্ধতা লেগে থাকে। তাই একটি পরিকল্পনা মাফিক কাজ করার চিন্তা ভাবনা করছি।

সাঈদ খোকন বলেন, “ঢাকার মতো একটি সমস্যাবহুল শহরের সঙ্কটের দৃশ্যমান সমস্যা এক বছরে সমাধান সম্ভব না। এজন্য প্রয়োজন সমস্যা ও সঙ্কটের প্রকৃত স্বরূপ খুঁজে বের করা, বাস্তবসম্মত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন। এটি চিহ্নিত করতে সক্ষম হয়েছি।”

“ঢাকাকে বাসযোগ্য করে তুলতে এক বছর ধরে সবাই নিরলস ভাবে কাজ করছি। পরিকল্পনা বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়েছে…আমার হাতে কোনো ম্যাজিক নেই। আমাকে সময় দিতে হবে,” তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ সিটি কর্পোরেশনকে বিলবোর্ড মুক্ত করতে পেরেছি। এখন আর কুরুচিকর বিলবোর্ড পাওয়া যাবে না। আমরা ডিজিটাল বিলবোর্ড স্থাপনের কাজ করছি। সড়কগুলোতে এলইডি লাইট স্থাপন করেছি।

ফুটপাত নিয়ে তিনি বলেন, “সকালে রাস্তা হকার মুক্ত করলে বিকালে তারা বসে যায়। যারা বসিয়ে দিচ্ছেন, তাদের মনোভাবের পরিবর্তন চাই। তাদের সহযোগিতা চাই। এই জায়গায় আমি একটু সমস্যায় আছি।” সৌন্দর্যবর্ধন প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, ‘ময়লা-আবর্জনা পরিষ্কারে কিছুটা সফল হয়েছি। কিন্তু আরও সময় লাগবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে