বাংলামোটর, মৌচাক, মালিবাগ, মগবাজার ফুটপাথ দখলমুক্ত রাখতে সিটি কর্পোরশন উচ্ছেদ অভিযান চালিয়েছে আজ,যে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেইন শপ এ অভিযান চালিয়েছিল জরিমানা ও সাজা দিয়েছিল সেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মশিউর রহমান আজ বাংলামোটর এলাকায় দখল হওয়া ফুটপাথ উচ্ছেদ করলেন। স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে এই ফুটপাথে নানা অনঅনুমোদিত দোকান সাজিয়ে চলছিল ব্যবসা। এবার তিনি সেগুলো উচ্ছেদ অভিযানে নেমে রাস্তার দু’পাশে অনেকগুলো দোকান পুলিশ দিয়ে উচ্ছেদ করে মালামাল সব বাজেয়াপ্ত করলেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। তবে এই উচ্ছেদ কতোদিন থাকবে সেটা বলা মুশকিল। কারন, ঢাকা শহরের প্রানকেন্দ্রগুলোতে একটু ঘুরলেই ফুটপাথে এরকম অবৈধ দোকানপাট এবং নানা পসরা সাজিয়ে ব্যবসা করতে দেখা যায় দোকানীদের। এরমধ্যে কিছু কিছু এলাকায় হকার উচ্ছেদ করা হলেও পরবর্তীতে দেখা যায় অল্প সময়ের মধ্যেই আবার জায়গা বেদখল হয়ে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালী নেতাদের ঠিক রেখেই এইসব দোকান বসানো হয় বলে জানা যায়। অল্প কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো কারো উচ্ছেদের সদিচ্ছা থাকলেও এই প্রভাবশালী নেতাদের কারণে কিছু বলতেও পারেনা। বেশীরভাগ ক্ষেত্রেই দুই পক্ষই জেনে এধরণের ফুটপাথ দখল করে ব্যবসার সুযোগ করে দেয়। এর কারণও মূলত অর্থনৈতিক। সম্প্রতি গাউসিয়া মার্কেটের সামনের হকার উচ্ছেদ করলেও কিছুদিনের মধ্যেই সেখানে আবার আগের দোকানগুলো বসে যায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ইডেন কলেজের সামনের ফুটপাথ মরোমত করে হাটার উপযোগী করা হলেও দীর্ঘদিন ধরে পুরোটাই হকারদের দখলে রয়েছে। ফটুপাথগুলো যদি এসবের জন্যেই রাখা হয় তাহলে আর মেরামত করার প্রয়োজন কি? তবে, হকারদের পুণ:র্বাসনের বিষয়টাও ভেবে দেখা প্রয়োজন বলে অনেকে মনে করেন। সকল কর্তৃপক্ষের নাকের ডগার উপর দিয়ে এসব চলে আসছে।

গাজী মামুন,
বিশেষ প্রতিনিধি। বিডি টাইম্‌স নিউজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে