আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠকের আগে থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি। তার ফেসবুক পেইজ এ বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া যায়। জানুয়ারি মাসেই তিনি মন্তব্য করেন- শীঘ্রই ইসরাইলের সঙ্গে সম্পর্কের দুয়ার খুলছে বাংলাদেশের।

এই প্রেক্ষাপটে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মোসাদের ষড়যন্ত্রের সঙ্গেই নিজেকে জড়িয়েছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। অন্যদিকে অপরাধ বিজ্ঞানীদের মতে, ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকার পরেও সেদেশের গোয়েন্দা সংস্থার কারো সঙ্গে বৈঠক করাটা দণ্ডনীয় অপরাধ। খান মুহাম্মদ রুমেলের রিপোর্ট।

ডেল আবিব নামের একটি সংগঠনের আমন্ত্রণে চলতি বছরের মার্চে ভারতের মোরারাবাদ শহরে আসেন ইসরাইলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি। ইন্দো-ইসরাইল সম্পর্ক নিয়ে একটি সেমিনারে অংশ নেন তিনি। সে সময় ৬ থেকে ১২ মার্চ তিন দফা আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠক হয় তার।
শুধু তাই নয় এর আগে চলতি বছরের জানুয়ারিতে জেরুজালেম অনলাইন নামক একটি পত্রিকায় সাক্ষাৎকারে সাফাদি বলেন, বাংলাদেশে শীঘ্রই একটি নতুন সরকার আসছে। সেই সরকার ইসরাইলের সঙ্গে কাজ করবে। সেই সাক্ষাৎকারে সাফাদি আরো বলেন, বাংলাদেশ একটি জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে। এক সময়কার লিকুদ পার্টি নেতা ও ইসরাইলের প্রেসিডেন্ট বিনইয়ামিন নেতানিয়াহুর উপদেষ্টা সাফাদি বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিষয়েও অবগত রয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে আইএস গভীর ভিত্তি প্রতিষ্ঠা করতে চাইছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভূ- রাজনৈতিক কারণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ কারণে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক চক্রান্ত বহুদিন ধরেই চলছে। এই চক্রান্তের সঙ্গে হাত মিলিয়েছেন দেশীয় নানা গোষ্ঠী।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার বলেন, ‘দেশি-বিদেশি কিছু রাজনৈতিক ও আন্তর্জাতিক পক্ষ এ ঘটনাকে কেন্দ্র করে তাদের নিজ নিজ রাজনৈতিক এবং জাতীয় স্বার্থ উদ্ধারের জন্য তৎপর হয়ে পড়েছে। এটা স্পষ্টভাবে লক্ষণীয়। তাদের যে দরদ এবং সেটি তারা দেখায় এবং তার পরিণতি কী? সেটা চোখের সামনে হাড়ে হাড়ে দেখছি। কিভাবে আফগানিস্তান ধ্বংস হয়ে যাচ্ছে কিভাবে ইরাক ১২ বছরে ধ্বংস হয়ে এখন তিন টুকরা হয়ে যাচ্ছে। কিভাবে সিরিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। হাজার হাজার, লাখ লাখ মানুষের জীবন যাচ্ছে।’ অপরাধ বিজ্ঞানীদের মতে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ নানা কারণে বিশ্বজুড়ে সমালোচিত ও বিতর্কিত একটি সংস্থা। একটি রাজনৈতিক দলের পদে থেকে সেই সংস্থার কারো সঙ্গে বৈঠক করাটা অপরাধের পর্যায়ে পড়ে।

অপরাধ বিজ্ঞানী শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, ‘যেহেতু তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই। যার ফলে অফিসিয়ালি এবং রাজনৈতিকভাবে আমরা সেটা করতে পারি না। সেটা আমাদের শিষ্টাচার বহির্ভূত এবং সেটা আইনত দণ্ডনীয় অপরাধ।’

আসলাম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে নোয়াখালী একটি সরকারি কলেজের শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করেন। ছাত্র জীবনে তিনি শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিএনপিতে যোগ দিয়ে ২০০৮ সালের নির্বাচনে পরাজিত হন। সর্বশেষ কাউন্সিলে বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে