মোসাদের সঙ্গে বৈঠকের বিষয়টি যখন সব মহলে আগ্রহের কেন্দ্রবিন্দু ঠিক তখনই ইসরাইলের বন্ধুরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সাথে বৈঠক করলেন বিএনপি’র শীর্ষ নেতারা।

বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে জানাননি বৈঠকে অংশ নেয়া বিএনপির নেতারা। দু’একজন নেতা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমের কাছে স্বীকার করলেও এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন, নানা সমীকরণ।

ইজরাইলের গোয়েন্দা সংস্থা- মোসাদের সঙ্গে বিএনপি’র যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন সরগরম কয়েকদিন ধরেই। রোববার সন্ধ্যায় তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরইমাঝে সোমবার সকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট ও মার্কিন উপ-সহকারী মন্ত্রী উইলিয়াম টডের সাথে বৈঠক করেন বিএনপি’র শীর্ষ নেতারা।

গুলশানে বার্নিকাটের বাসায় অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষে সকাল ১০টার দিকে তারা বের হয়ে গুলশান কার্যালয়ে যান। পরে গণমাধ্যমেকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, তারা শুধুই সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তবে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলছেন ভিন্ন কথা। রাজনৈতিক বিষয় নিয়ে আলাপের কথা গণমাধ্যমকে জানান তিনি। দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতিতে প্রতিটি ইস্যুতে ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধ হয়েই কাজ করে আসছে যুক্তরাষ্ট্র। সেকারণেই আলোচনার বিষয়বস্তু যাইহোক এ বৈঠক চলমান রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে