নাটোরের নলডাঙ্গায় একটি বিদেশী পিস্তল ও ৫রাউন্ড গুলি সহ নুরুজ্জামান ওরফে সুরুজ মিয়া নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার উপজেলার সেনভাগ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সুরুজ পিপরুল ইউনিয়নের ২নম্বর ওর্য়াডের নব-নির্বাচিত সদস্য এবং মৃত রহিম উদ্দিনের ছেলে। এছাড়া স্থানীয় ওয়ার্ড যুবলীগের সদস্য তিনি। পুলিশ ও প্রত্যক্ষ দর্শি জানায়, গত ১০মে পিপরুল ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা চালায় নুরুজ্জামান সুরুজ ও তার সমর্থকরা। এঘটনায় আহত যুবলীগ নেতা বাদী হয়ে সুরুজ সহ অন্যদের নামে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করে।
মামলার সূত্র ধরেই থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সহ অন্যরা রোববার সকালে নুরুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। এসময় নুরুজ্জামান নেশাগ্রস্থ অবস্থায় নিজ ঘরে পিস্তল সহ অবস্থান করছিল। পুলিশ ভারতীয় একটি পিস্তল, ৫রাউন্ড গুলি সহ তাকে আটক করে একই দিন অস্ত্র আইনে গ্রেফতার দেখিয়ে নাটোর আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবির দত্ত বলেন , প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নুরুজ্জামান ওরফে সুরুজ জানান, সম্প্রতি তিনি ভারতে বেড়াতে গিয়ে এই অস্ত্র ও গুলি কিনে নিয়ে এসেছেন।
প্রসেনজিত কুমার
নাটোর প্রতিনিধি, বিডি টাইম্স নিউজ।