ভালো ফলাফলের পরও একাদশ শ্রেণিতে ভালো কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও তাদের অভিভাবক। তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, ভর্তি নিয়ে আসন সঙ্কট হবে না।
তবে ভালো কলেজের ধারণা সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকের দৃষ্টিভঙ্গি পাল্টানোর পরামর্শ দিয়েছেন তিনি। এক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগে কলেজগুলোর মান বাড়ানোর কথা বলেছেন শিক্ষাবিদরা।
এসএসসিতে কাঙ্ক্ষিত ফলাফল হওয়ায় সারাদেশের শিক্ষার্থীরা দিনটিতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে। কিন্তু তাদের এ আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি, ভালো কলেজে ভর্তির দুশ্চিন্তায় ভাটা পরে উচ্ছ্বাসে।
এবার সারাদেশে এসএসসিতে গড় পাসের হার ৮৮ দশমিক দুই নয় শতাংশ। যা গত বছরের তুলনায় ১ দশমিক দুই পাঁচ শতাংশ বেড়েছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭শ ৬১ জন। কিন্তু সে অনুযায়ী মানসম্পন্ন ভালো কলেজের সংখ্যা কম হওয়ায় ভর্তি নিয়ে চিন্তায় পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।
তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন বলছেন, ভালো কলেজ নিয়ে অভিভাবকদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।
আর মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষকের মান বাড়ানোর উপর গুরুত্ব দেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সেই সাথে সরকারি -বেসরকারি উদ্যোগ বাড়ানোর কথা বললেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারাদেশে সরকারি-বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজের সংখ্যা ৩ হাজার ৫৪৭টি। যেখানে প্রায় ১৬ লাখ ১৪ হাজার ৮৫ টি আসন রয়েছে।