যুক্তরাজের ক্যামডেন শহরের কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া শাহ মেয়র নির্বাচিত হয়েছেন। ক্যামডেন কাউন্সিলে গতকাল বুধবার লেবার পার্টির কাউন্সিলর নাদিয়া শাহকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। এর মধ্য দিয়ে ব্রিটেনের প্রথম মুসলিম নারী মেয়র হিসেবে নির্বাচিত হলেন নাদিয়া শাহ। ক্যামডেনে জন্ম নেওয়া নাদিয়ার পূর্বপুরুষের ভিটা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়।

ক্যামেডনের সরকারি ওয়েবসাইট অনুযায়ী, ২০১৪ সালে নাদিয়ার রাজনীতিতে হাতে খড়ি। রিজেন্ট পার্কের যে আসনটিতে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, এর আগে এই আসনের কাউন্সিলর ছিলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ।

মেয়র হিসেবে শপথ নেওয়ার পর হ্যামহাই অনলাইনের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে নাদিয়া জানান, তাঁর এই অর্জন ব্রিটেন এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখবে।

ব্যক্তি জীবনে নাদিয়া তিন সন্তানের জননী। তাঁর স্বামী জলিল শাহ ক্যামডেন কাউন্সিলের ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে