বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদে উদ্বিগ্ন ভারত। এমন মন্তব্য করে দেশটির পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা দেবে ভারত।
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। আর বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, তিস্তা চুক্তির ব্যাপারে বাংলাদেশ আশাবাদী।
দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিশ্বে মডেল বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব জয়শংকর। বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে এ কথা বলেন তিনি। সার্ক কৃত্রিম উপগ্রহে সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে নিজ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান ভারতের পররাষ্ট্র সচিব। ত্রিপুরা থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিদ্যুৎ পাঠানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলসীমা চুক্তিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।