দেশের চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি কমলাপুর এবং মংলা বন্দরে প্রথমবারের মতো যুক্ত হল ভ্রাম্যমাণ কন্টেইনার স্ক্যানার।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরে চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব স্ক্যানার  হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এই স্ক্যানার বন্দরে যুক্ত হওয়ায় বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল।

এটি ব্যবহারের ফলে কাজের গতি বাড়বে, সময়ও বাঁচবে। ফলে অর্থনীতি আরো গতিশীল হবে। এম এ মান্নান বলেন, চীন আমাদের অনেক পুরনো বন্ধু। তারা এই প্রকল্পটিতে অর্থায়ন করেছে। বর্তমানে চারটি জল ও স্থল বন্দরে একটি করে মোট চারটি স্ক্যানার দেয়া হয়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, ভালোভাবে কাজ করার জন্য এই ধরনের ১২ টি কন্টেইনার স্ক্যানার প্রয়োজন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে