রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ৩৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশকয়েক জন।

পুলিশ জানায়, রাজশাহীর মহোনপুরের সত্যনারায়ণপুরে মাঠে কাজ করার সময় এক কৃষক নিহত হয়েছেন। একই সময়,  সদর উপজেলা ও হাপ্তপুরে মারা গেছেন আরও দুই কৃষক। আহতবস্থায়  স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চারজনকে। পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নে বজ্রপাতে মারা গেছে শহীদ সরদার নামে এক কৃষক ও এক কিশোর। এছাড়া রানীনগর ইউনিয়ন ও চাটমোহর উপজেলায় আরো চার জন মারা গেছেন। বজ্রপাতে মৃত্যু হয়েছে, কিশোরগঞ্জেও। জেলার বাজিতপুর, তাড়াইল ও হোসেনপুরে দুই নারীসহ প্রাণ গেছে চারজনের। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়ার বিভিন্ন গ্রামে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া রাজধানী ঢাকায় ২ জন, গাজীপুরে ২, নরসিংদীতে ৩, নাটোরে ২,  ব্রাহ্মণবাড়িয়া, নীলফামারী ও হবিগঞ্জে নিহত হয়েছেন একজন করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে