একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে দিক নির্দেশনা দিতে নাটোরে আনসার ও ভিডিপির সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নাটোরের কানাইখালী মাঠে সদর ও নলডাঙ্গা উপজেলায় দায়িত্বরত ১৮৭২ জন আনসার ও ভিডিপি সদস্যদের দিক নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন,আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট শাহ আহমদ ফজলে রাব্বি ও সদর উপজেলা কর্মকর্তা জগলুল আরেফিন । পরে নির্বাচন কেন্দ্রে আনুষাঙ্গিক খরচের জন্য প্রনোদনা হিসাবে প্রত্যেক সদস্যের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। জেলায় এবার মোট ৬৭৯২জন আনসার ও ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এরমধ্যে নারী রয়েছেন ২২৬৪জন।

ইতোমধ্যে প্রত্যেককে নির্বাচনী বিশেষ প্রশিক্ষণ ও নতুন পোশাক প্রদান করা হয়েছে। এছাড়া প্রত্যেক কেন্দ্রের জন্য দুইজন করে সদস্যকে সেনাবাহিনীর তত্বাবধানে অস্ত্র প্রশিক্ষণ ও তাদেরকে প্রদানের জন্য নতুন অস্ত্রও ক্রয় করেছে সরকার।

প্রসেনজিত কুমার
নাটোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে