পচা-বাসি খাদ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে সুপারশপ আগোরা’র শান্তিনগর ব্রাঞ্চ ম্যানেজারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় একই এলাকার কুপারস পেস্ট্রিসপকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে একই ধরনের অপরাধের প্রমাণ মিলেছে মিনা বাজার সুপারশপের ক্ষেত্রেও।
বুধবার সকালে খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। খাদ্যে ভেজাল প্রতিরোধে সবগুলো তদারকি সংস্থা একই ছাতার নিচে কাজ করতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর আওতায় ২০১৫ সালে গঠন করা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবারই প্রথম দৃশ্যমান কোন কার্যক্রম পরিচালনা করলো সংস্থাটি।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানান, এখন থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়মিত বাজার মনিটর করবে। তাঁর মতে, এর মাধ্যমে বিভিন্ন তদারকি সংস্থা পরিচালিত কার্যক্রমের মধ্যে সমন্বয়হীনতা ঘুচবে।
মন্ত্রী বলেন, “নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন হওয়ার পর এতদিন আমরা দৃশ্যমান কোনো কাজ শুরু করতে পারিনি। আজ থেকে কাজ শুরু হল।” ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মন্ত্রী জানান, পর্যায়ক্রমে সারাদেশে অভিযান পরিচালনা করা হবে।