“মানুষ ভজলে সোনার মানুষ হবি” বা “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” গানের উক্তি গুলোই মনে করিয়ে কিংবদন্তীদের কথা আর সাথে মনে করিয়ে দেয় বাংলাদেশের সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া জেলার নাম। যে শহরের শিল্পের মধু মিশে আছে এ দেশের সংস্কৃতির প্রতিটি পরতে। এই শহরে জন্মেছেন বাউল সাধক, আস্তানা গেড়েছেন নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ, কালজয়ী বিষাদ সিন্ধুর অমর লেখক মীর মোশাররফ হোসেন, যাদের কল্যাণে আজ বাংলার শিল্প-সংস্কৃতি পেয়েছে আন্তর্জাতিক পরিচিতি ।

আর এই কুষ্টিয়ার সংস্কৃতিকে অন্তরে লালন করে কাজ করে যাচ্ছে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক জোট । এই সংগঠনটি তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে স্বপ্ন একে যাচ্ছে শত নবীনের মাঝে । এই সংগঠনটি তাদের কার্যক্রম আরও সুচারুরুপে এগিয়ে নেওয়ার লক্ষে বিগত বারের ন্যায় এবারো তাদের নতুন কমিটি গঠন করেছে।
kushtian combine cultural organization 1
২৫ সদস্যের এই কমিটিতে রয়েছেন   ড. আমানুর আমান  সভাপতি ,সিনিয়র সহ-সভাপতি – খলিলুর রহমান মজু, সহ-সভাপতি – তানজিমা রহমান , মোস্তাফিজুর রহমান সবুজ ,সাধারণ সম্পাদক – শাজাহান আলী ,যুগ্ম সাধারণ সম্পাদক – ওয়াহেদ সবুজ , যুগ্ম সাধারণ সম্পাদক – তপন রুশদি , সাংগঠনিক সম্পাদক – মুহাইমিনুর রহমান পলল , সহ-সাংগঠনিক সম্পাদক – আসাবুল ইসলাম জিম ,অর্থ সম্পাদক – সুরাইয়া রহমান , প্রচার সম্পাদক – আশরাফুল ইসলাম অনিক , সহ-প্রচার সম্পাদক – রজিবুল ইসলাম , দপ্তর সম্পাদক – ঈশা খান অপূর্ব , কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক – রুবেল পারভেজ , সমাজকল্যাণ সম্পাদক – শিমুল বিশ্বাস ,
সংস্কৃতি বিষয়ক সম্পাদক – পুজা তুলসান , সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক – সামিয়া জামান , শিক্ষা বিষয়ক সম্পাদক – মুস্তাফিজুর রহমান বুলবুল ,তথ্য ও গবেষণা সম্পাদক – এম.এস. রানা , নারী ও শিশু বিষয়ক সম্পাদক – অদ্রি আহমেদ , কার্যনির্বাহী সদস্য – রোকসানা পারভিন,  কার্যনির্বাহী সদস্য – এস আই সোহেল, কার্যনির্বাহী সদস্য – শাহাবুদ্দিন মিলন , মো: তৌহিদুল ইসলাম সোহাগ , নোমান রহমান ।

কুষ্টিয়া সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক জোটের নির্বাচিত নতুন কমিটির প্রত্যেক সদস্য কুষ্টিয়াকে শিল্প-সাংস্কৃতিতে অবদান রাখার এবং কুষ্টিয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও পরিচিত করার আশাবাদ প্রকাশ করেন এবং সেই লক্ষে কাজ করে যেতে চান ।

স্টাফ করসপন্ডেন্ট
কুষ্টিয়া, বিডি টাইম্‌স নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে