নওগাঁয় চলতি রবি মৌসুমে সরকারিভাবে গম ও ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার নওগাঁ সদর খাদ্য গুদামে এক অনুষ্ঠানে গম ও ধান সংগ্র অভিযানের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সাংসদ আব্দুল মালেক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, নওগাঁ সদর এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) অরুন কুমার প্রামানিক, সদর উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি মোত্তালেব হোসেন ও সাধারণ সম্পাদক মোতাহের হোসেন।

নির্ধারিত সময়ের এক মাস পর গম সংগ্রহ অভিযান শুরু করা হয়। গত ১০ এপ্রিল থেকে চলতি মৌসুমে গম সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা ছিল। আর ধান সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা ছিল ১ মে থেকে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম জানান, চলতি রবি মৌসুমে নওগাঁ সদর উপজেলায় প্রতি কেজি ২৮ টাকা দরে ২৮৯ মেট্রিক টন গম এবং প্রতি কেজি ২৩ টাকা দামে ২ হাজার ৫২১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। তিনি বলেন, ‘প্রকৃত কৃষকদের কাছ গম ও ধান ক্রয় করা হবে। কৃষি বিভাগ থেকে কৃষকদের মধ্যে সরবরাহ করা কৃষি উপকরণ কার্ড দেখে কৃষকের ব্যাংক হিসাবে টাকা জমা হবে।’
খন্দকার রউফ পাভেল
নওগাঁ , বিডি টাইমস নিউজ । 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে