সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোগো ছাড়া শুধু প্রেস, সাংবাদিক, পুলিশ, আইনজীবী, বিচারপতি, ইত্যাদি লেখা স্টিকার গাড়িতে ব্যবহার করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার দুপুরে কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন। আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আপনি পুলিশের লোক না হলেও যদি পুলিশের পোশাক পরেন, সেটি কি বেআইনি নয়? সাংবাদিক না হয়েও সাংবাদিকের এজেন্ডা ঝোলালেন, সেটা কি বেআইনি নয়?’

তিনি বলেন, ‘এ রকম আলগা স্টিকার লাগালে হয়তো বেশিরভাগ সঠিক, কিন্তু কেউ কেউ এটির অপব্যবহারও করবে। হয়তো কোনো সন্ত্রাসী এই সুযোগে এ ধরণের স্টিকার লাগিয়ে অপরাধ করবে। এটা তো আপনাদের পেশার জন্য গৌরবের হতে পারেনা। তাই কারো ব্যক্তিগত গাড়িতে এ ধরণের স্টিকার বা পরিচয় ব্যবহার না করার জন্য তিনি আহ্বান জানান।’

কমিশনার বলেন, ‘এটি তর্ক বিতর্কের বিষয় না। আমাদের উদ্দেশ্য সৎ। সন্ত্রাস দমন, মাদক ও জঙ্গি দমনের জন্য, যানজট সহনীয় করার জন্য সব পেশার মানুষকে অনুরোধ করছি, আমাদের সহযোগিতা করুন।’ এ ধরণের গাড়ির বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে বলে তিনি জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে