বড় জয়ে বছরে নিজেদের শেষ ওয়ানডে রাঙালো বাংলাদেশ। সিলেটে তামিম-সৌম্যের ঝোড়ো ফিফটিতে ৮ উইকেটের জয় বাংলাদেশের, উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় ২-১ ব্যবধানে। ১৯৯ রানের টার্গেট টাইগাররা ছুঁয়ে ফেলে ৬৯ বল হাতে রেখে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরা মেহেদি মিরাজ আর সিরিজ সেরা উইন্ডিজের শেই হোপ।

ফর্মে থাকলে দলে থাকেন, অন্যথায় বাদ ইমরুল। সিরিজ নির্ধারণী ম্যাচে জায়গা হয়নি দুই ম্যাচে খরুচে বোলার রুবেলের। দুই পরিবর্তনে একাদশে মিঠুন ও মোহাম্মদ সাইফুদ্দিন। পুরো সিরিজে মিরাজের অফস্পিনে মার খেয়েছে উইন্ডিজ। চতুর্থ ওভারেই সাফল্য আসে। দ্বিতীয় উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৩ থেকে ২৬তম ওভার, ২৩ বলের ব্যবধানে পড়ে তিন উইকেট। ২৯ রানে চার উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার মিরাজের। একাদশে জায়গা পেয়ে বাজিমাত সাইফুদ্দিনের

এরপর সাকিব ঝলক। জোড়া আঘাতে ফেরান রোস্টন চেজ ও ফ্যাবিয়ান অ্যালানকে। অনফিল্ডে সৌম্য-মিঠুনের দর্শনীয় ক্যাচ। আগের ম্যাচে হাবিবুল বাশারকে ছুঁয়েছিলেন। জোড়া উইকেটে অধিনায়কত্বের ৭০তম ম্যাচের মাইলফলকে স্মরণীয় করলেন মাশরাফী। সতীর্থদের আশা-যাওয়াও ব্যাট চলেছে সেই হোপের। লং অফ দিয়ে সাকিবকে ছয় মেরে রাজসীক সেঞ্চুরি। ১০৮ রানে অপরাজিত থাকলেও দলকে দুইশো পার করতে পারলেন না হোপ।

সিরিজ জয়ে দরকার ১৯৯। ছোট লক্ষ্যে তামিম-লিটনের ভালো শুরু। তবে পঞ্চাশ পেরনোর আগেই ভাঙে ওপেনিং জুটি। তিনে প্রোমোশন পেয়ে সাবলীল সৌম্য। পাশে থেকে জুনিয়রকে ভরসা দিয়েছেন তামিম। জোড়া ফিফটি দুজনের। হোম-অ্যাওয়ে মিলিয়ে এ বছর ব্যাক টু ব্যাক ওডিআই সিরিজ।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে