সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের ফলে সুপ্রিমকোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ রায় দেন হাইকোর্ট।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। এর সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ঐ বছরের ৫ নভেম্বর রিট করেন সুপ্রিমকোর্টের ৯ আইনজীবী। এদিকে এর ২০১৪ সালের ৯ নভেম্বর এ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। এ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ এ রায় দিলেন হাইকোর্ট।