দাবানলে হুমকির মুখে পড়েছে কানাডার ফোর্ট ম্যাকমুরে শহর। এর বেশিরভাগ এলাকাই পুড়ে যাওয়ার শঙ্কায় পড়েছে। ইতিমধ্যে এক হাজার ছয়শো বাড়িঘর পুরে গেছে বলে জানিয়েছেন অ্যালবার্টা প্রদেশের কর্মকর্তারা। দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তারা। ইতিমধ্যে ফোর্ট ম্যাকমুরে থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ৮৮ হাজার অধিবাসীকে।

অ্যালবার্টার ইতিহাসে, এটাই সবচেয়ে বড় শহর খালি করার ঘটনা। প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বলছে দমকা হাওয়া আর প্রচণ্ড তাপের কারণে, আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে