নাটোরের লালপুর উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে এসে তাজুল ইসলাম নামের এক অভিভাবকের সহকারী প্রধান শিক্ষকের সাথে বাকবিতন্ডার জের ধরে তার প্রতিবন্ধী ছেলেকে বাধ্যতা মূলক বিদ্যালয় পরিত্যাগপত্র প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এঘটনায় তাজুল ইসলাম লালপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ৩ এপ্রিল (মঙ্গলবার) এক কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী আফিসার নজরুল ইসলাম।
জানা গেছে তাজুল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসে প্রতিবন্ধী ভাতার কাগজ পত্রে স্বাক্ষর করানোর জন্য ২৮ এপ্রিল গোপালপুর উচ্চ বিদ্যালয় থেকে তার শারীরিক প্রতিবন্ধী ছেলে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আলফাজ নেওয়াজ খান শ্রাবনকে নিতে যান। এসময় বিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলার কারণে সহকারী প্রধান শিক্ষক শরিফ উদ্দিন আলফাজকে একটু দেরিতে ছাড়তে চান। এনিয়ে দু’জনের বাক বিতন্ডা হয়। এঘটনাকে কেন্দ্র করে স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক রবিবার বিদ্যালয় পরিত্যাগপত্র হাতে দিয়ে আলফাজকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মন্ডল বিডি টাইম্স নিউজকে জানান, ঐ শিক্ষার্থীর অভিভাবকেরা মাঝে মধ্যেই বিদ্যালয়ে এসে বিভিন্ন অযুহাতে শিক্ষকদের সাথে অসদাচরণ করে আসছেন। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে টি.সি.দেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের দেওয়া কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছেন বলে জানান।
প্রসেনজিৎ কুমার
নাটোর প্রতিনিধি | বিডি টাইম্স নিউজ