প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন কুয়েতের প্রধানমন্ত্রী। বিকেল সোয়া পাঁচটার দিকে একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এই সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং ভিসা অব্যাহতি বিষয়ে তিনটি চুক্তি হওয়ার কথা রয়েছে। কুয়েত প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন, দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, অর্থ ও তেল মন্ত্রী এবং শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময়, বাংলাদেশ সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মোবারক আল হামাদ আস সাবা। পরে তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

নিউজ ডেস্ক । বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে