সিঙ্গাপুরে বসে বাংলাদেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত মাসের কোনো এক সময় তাদের আটক করা হলেও সম্প্রতি জিজ্ঞাসাবাদে বাংলাদেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনার কথা তারা স্বীকার করেছে বলে দাবি সিঙ্গাপুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করা ওই ব্যক্তিরা জঙ্গি হামলার জন্য তহবিল সংগ্রহ করছিলো বলেও দাবি করা হয় দেশটির পক্ষ থেকে।
সিঙ্গাপুরের একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি, এলিট ফোর্স- র্যাব, সিআইডি, সংসদ সদস্য ও মন্ত্রী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ধর্মীয় ভিন্নমতাবলম্বীসহ ১৩ ধরণের পেশাজীবী ও স্থাপনা তাদের টার্গেট ছিলো। জঙ্গি হামলার চালানোর জন্য সংগ্রহ করা অর্থ সিঙ্গাপুর পুলিশ জব্দ করেছে বলেও খবর এসেছে দেশটির গণমাধ্যমে। তবে ডিএমপি বলছে, সিঙ্গাপুরে আটজনকে আটক করা কিংবা হামলা পরিকল্পনার ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।
কাউন্টার টরেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনালর ক্রাইমের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পাইনি।’ তবে পুলিশ বলছে, দুই থেকে তিন দিন আগে দেশে সিঙ্গাপুর থেকে ফেরত আসা ৫ জনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আটক করেছেন তারা। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি বলছে, এ ব্যাপারে কোনো তথ্য নেই তাদের কাছে। তবে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে তারা।
মঙ্গলবার বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম একথা জানান। তিনি আরো জানান, আগামীকাল তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।
Ref Link
http://www.straitstimes.com/singapore/8-bangladeshi-men-detained-under-singapores-isa-for-planning-terror-attacks-back-home
http://www.channelnewsasia.com/news/singapore/8-bangladeshis-detained/2751578.html