রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের (২০১৩-১৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে ‘বিজয়বন্ধন’ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় হলটির শহীদ ফারুক হোসেন অডিটোরিয়ামে এই সমাপনীর আয়োজন করা হয়।
হলের প্রাধ্যক্ষ ড. আরিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। অধ্যাপক সোবহান বলেন, আজকে বাংলাদেশ যদি পাকিস্তানের অধীনে থাকত তাহলে বিশ্ববিদ্যালয়ে এতকম টাকায় পড়ালেখার সুযোগ পেতনা শিক্ষার্থীরা। তাই আগামী নির্বাচনেও স্বাধীনতার স্বপক্ষের শক্তিকেই বিজয়ী করতে হবে। শিক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে সব সময় সত্য ও ন্যায়ের পথে থাকার জন্য আহবান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। অন্যান্যের মধ্যে রেজিস্টার অধ্যাপক ড. এম এ বারী, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
মেশকাত মিশু,
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ