বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ চলমান ভর্তি পরীক্ষায় এক ভূয়া পরীক্ষার্থীকে ধরার পর এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
পরীক্ষাচলাকালীন সার্বক্ষণিক অবস্থানকারী ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এই কারাদন্ড প্রদান করেন। আজ রবিবার (২ ডিসেম্বর ২০১৮) কলা অনুষদের (এ-ইউনিটের) ভর্তি পরীক্ষায় চতুর্থ শিফটে একাডেমিক ভবন ২ এর কক্ষ নং-৪১৫ থেকে মোঃ শফিকুল ইসলাম (পিতা- মৃত আব্দুল জলিল, মাতা- হালিমা বেগম, গ্রাম- হাটুরিয়া, ডাকঘর/থানা-গোসাইহাট, জেলা-শরিয়তপুর) নামের এই ভূয়া পরীক্ষার্থীকে সনাক্ত করা হয়।
সে মোঃ ফজলে রাব্বী আশিক (রোল নং-১৪৫৭৬১) এর পরিবর্তে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। উল্লেখ্য, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে চলবে আগামী ৫ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ