কাজের সুবিধাজনক পরিবেশ আর চাকরির নিরাপত্তা– যে কোন চাকরির অপরিহার্য অংশ। তবে, আমাদের দেশে বেশিরভাগ বেসরকারি চাকুরীজীবীদের চাকরির কোন ধরনের নিরাপত্তা নেই বললেই চলে।

আর সরকারি বা বেসরকারি সব ক্ষেত্রেই, কর্মীদের কাজের মানসিক পরিবেশ নিয়ে ভাবেন না কেউ। এ নিয়ে অভিযোগ করার মতো নেই কোন সংগঠন কিংবা সংস্থা।

অন্যদের রাঙানোই তাদের পেশা। নিজের সাদাকালো জীবনকে পুষে রেখে, রং বাড়ান অন্যের জীবনে। রাজধানীর অলিগলিতে চোখে পড়ে এরকম হাজারো বিউটিপারলার।

মেয়েদের কর্মসংস্থানের একটি বড় ক্ষেত্রও হয়ে উঠেছে এটি। কিন্তু এই নারী শ্রমিকদের কাজের পরিবেশ কতটা নারীবান্ধব এ নিয়ে কারো কোন ভাবনা নেই।

আসিফ। একসময় চুক্তিভিত্তিক কাজ করতেন একটি বেসরকারি ব্যাংকে। কিন্তু তার অভিজ্ঞতাও তো মোটেও সুখকর নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে