সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে শসা, বেগুন, কাঁচামরিচের। তবে গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাতে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত।
বাজারে কাঁচাপণ্যের দরদাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা-বিক্রেতার। দাম নিয়ন্ত্রণে মনিটরিং বাড়ানোর দাবি জানালেন ক্রেতারা।
শুক্রবারের বাড়তি চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন ধরনের সবজির পর্যাপ্ত আমদানি থাকে রাজধানীর কাঁচাবাজারে। তবে বাজারে এসে দামের ব্যাপারে যেন স্বস্তি নেই ক্রেতাদের। প্রতিকেজি বেগুন, কাঁচামরিচ ৫০ টাকা; ঢেঁড়স, পটল ৩০; শসা, করলা ৪০ আর প্রতিপিস চালকুমড়া বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
মাছ বাজারে দামের ঊর্ধ্বগতির অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা জানালেন, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার চাহিদা বেশি থাকায় বাড়তি দামেই বিক্রি হয় ছোট-বড় নানা প্রজাতির মাছ। বাজারে প্রতিকেজি টেংরা, বাইম শিং বিক্রি হচ্ছে ৬শ’ টাকার মধ্যে, পাবদা ৭৫০, রুই-কাতল ১৮০ থেকে ২৩০, চিংড়ি ৬শ’ আর পাঁচমিশালি মাছের দাম পড়ছে ২শ’ টাকা।
স্থিতিশীল মাংসের বাজারে প্রতিকেজি গরুর মাংস ৪২০, খাসি ৬৫০ আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।