টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে, দেশের রাজশাহী অঞ্চলে তীব্র তাপপ্রবাহ ও ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নোয়াখালী, খুলনা, যশোর ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সারাদেশে দিনে ও রাতের তামপাত্রা অপরিবর্তিতও থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। গতকাল দেশের সর্বোচ্চ তামমাত্রা বেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তামমাত্রা ছিল রংপুরের ডিমলায় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত এবারের এপ্রিল মাস। গত দশ দিনে দেশে সর্বোচ্চ তাপমাত্রার গড় ৩৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি। গত ২৪ এপ্রিল যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে