আজ মঙ্গলবার দুপুর ১ ঘটিকায় ঢাকায় অবস্থিত সৌদি অ্যাম্বাসিতে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের অ্যাম্বাসেডর আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি এর সাথে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ড. হারুন অর রশিদ আসকারী সৌজন্য সাক্ষাত করেন। উক্ত সাক্ষাতকারে অ্যাম্বাসেডর আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি’র সাথে ড আসকারীর সৌদি আরব এবং বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য সহ বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সৌদি অ্যাম্বাসেডর আবদুল্লাহ আল মুতাইরি আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্ম কাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বর্তমান সরকারের আমলে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে বলেও তিনি উল্লেখ করেন। আলোচনা চলাকালীন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ড. হারুন অর রশিদ আসকারী বলেন গণতন্ত্রের মানস কন্যা শিক্ষানুরাগী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক সমমানে উন্নিত হয়েছে।সৌদি অ্যাম্বাসেডর আবদুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগ্রহ প্রকাশ করলে ড. আসকারী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানের শিক্ষা কারিকুলাম সহ সহ-একাডেমিক নানা কার্যক্রমের কথা তুলে ধরেন।
ড. আসকারী বর্তমান বিশ্বে বিশেষ করে মুসলিম বিশ্বের বন্ধু সৌদি আরবের সাথে বাংলাদেশের সুসম্পর্কের কথা তুলে ধরেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সহ বিভিন্ন কোলাবরেশন প্রোগামের বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে তুলে ধরেন। বর্তমানে আরবী ভাষার গুরুত্ব তুলে ধরে ড আসকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি আরবী ভাষা শিক্ষা ইন্সটিটিউট প্রতিষ্ঠা করার প্রয়াস ব্যক্ত করে সৌদি অ্যাম্বাসেডর আবদুল্লাহ আল মুতাইরি’র সহযোগিতা কাম্য করেন এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় যে আন্তর্জাতিকী করনের পথে তা ব্যক্ত করেন। ড আসকারী সৌদি অ্যাম্বাসেডরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে সৌদির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তর্জাতিক ব্রত্তির মাধ্যমে দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি অ্যাম্বাসেডর আবদুল্লাহ আল মুতাইরিকে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার জন্য আমন্ত্রন জানান। সৌদি অ্যাম্বাসেডর অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়গুলোর সাথে সহমত প্রকাশ করেন এবং তা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।এরসাথে তিনি ড আসকারীকে সৌদির বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার আমন্ত্রন জানান।
উক্ত সৌজন্য সাক্ষাতকারে আরো উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ ডিপার্টমেন্টের প্রফেসর ড নাসির উদ্দিন এবং ডেপুটি রেজিস্টার ও ভিসি মহোদয়ের পিএস রেজাউল করিম।
শামস ই তানভীর ।। বিডি টাইমস নিউজ