সন্ত্রাস জঙ্গিবাদ ও গুপ্ত হত্যায় বিএনপি-জামায়াত পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। সব গুপ্ত হত্যার বিচার করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিচারহীনতা সংস্কৃতির প্রধান প্রবক্তা হচ্ছে অতীতের সামরিক শাসকরা ও সরাসরি জামায়াত-বিএনপি। জামায়াত-বিএনপির ছাতার নিচেই জঙ্গি সন্ত্রাসী ও গুপ্ত হত্যাকারীদের আস্তানা। জঙ্গি দমন করতে হবে সে সঙ্গে জঙ্গিদের পাহারাদারদের দমন করতে হবে।’ তিনি আরো বলেন, ‘একটা বাদ দিয়ে যদি আরেকটা দমন করতে চান তাহলে কার্যত বাংলাদেশের জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন হবে না। যারা জঙ্গিবাদের পাহারাদারদের ওকালতি করে তারা মূলত জঙ্গি দমনে বাধা সৃষ্টি করেন। আমরা জঙ্গিবাদ ও তাদের পাহারাদারদের দমন করবো।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশের বিচারহীনতার প্রবক্তা সামরিক শাসকরা, বিএনপি ও জামায়াত। যারা বিএনপি-জামায়াতকে রাজনীতির নামে সুযোগ দিতে চান, তারা দ্বৈতনীতি গ্রহণ করছেন। এ কারণেই জঙ্গিবাদ অব্যাহত রয়েছে।’
সাবেক সংসদ সদস্য বেনজির আহমদের সভাপতিত্বে বিশ্বশান্তি ও মানবাধিকার আন্দোলন বাংলাদেশ আয়োজিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামসহ প্রমুখ।