নাটোরের বড়াইগ্রামে সাবেক স্ত্রী মহিলা লীগ নেত্রীর একের পর এক সাজানো মিথ্যা মামলার হয়রানী থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন রবিউল ইসলাম রাজা (৩৮) নামে এক হতভাগ্য স্কুল শিক্ষক। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এমন দাবী করেন। রবিউল ইসলাম রাজা বনপাড়ার সুনামধন্য এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক ও কালিকাপুর গ্রামের গোলাম রসুল সরদারের ছেলে।

সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম রাজা বলেন, তার সঙ্গে ১৯৯৯ সালে পার্শ্ববর্তী বনপাড়ার মৃত সিরাজুল ইসলামের মেয়ে শরিফুন্নেসা শিরিনের বিয়ে হয়। শিরিন বনপাড়া পৌরসভার বর্তমান সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ও বনপাড়া পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক। ওয়ার্ড কাউন্সিলর হওয়ার পর শিরিন নানা অসামাজিক কাজের সঙ্গে জড়িয়ে পড়লে রাজা তাতে বাধা দেয়ায় তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে ২০১২ সালে প্রভাবশালী একটি মহলের ইন্ধনে শিরিন রাজার নামে একটি সাজানো অস্ত্র মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। দীর্ঘ ৭ মাস জেল খেটে জামিনে মুক্তি পেয়ে বাড়ি আসলে শিরিন তাকে স্বেচ্ছায় তালাক দেন। কিন্তু তারপরও ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারী শহীদ মিনারে ফুল দিতে গেলে শিরিন তার সাবেক স্বামী রাজার বিরুদ্ধে ইভটিজিংয়ের মামলা দেন। পরে আদালত রাজাকে অবৈধ অস্ত্র ও ইভটিজিংয়ের অভিযোগের দুটি মামলা থেকেই নির্দোষী খালাস দেন। তাতেও ক্ষান্ত না হয়ে সরকারী দলের নেত্রী হিসাবে পুলিশকে প্রভাবিত করে গত বছরের ১১ সেপ্টেম্বর আরো একটি মাদকদ্রব্য জব্দের মামলায় আসামী করিয়ে তাকে গ্রেপ্তার করান। এ মামলাটিরও চারজন স্বাক্ষীর সবাই মাদক জব্দের ঘটনায় রাজা জড়িত নয় মর্মে কোর্টে এফিডেভিট করে দিলে গত মঙ্গলবার তিনি সে মামলায় জামিন লাভ করেন। বর্তমানে রাজা দুটি স্কুল পড়ুয়া ছেলেমেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কিন্তু সাবেক স্ত্রীর একের পর এক মিথ্যা মামলায় বর্তমানে তিনি পর্যুদস্ত হয়ে পড়েছেন। ইতোঃপূর্বে এ ধরণের হয়রানী থেকে মুক্তি পেতে রাজা স্বরাষ্ট্রমন্ত্রী ও নাটোরের পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন বলেও জানান। বনপাড়া বাজারের জয় বাংলা সামাজিক আন্দোলন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বিএমএ’র জেলা সহ-সভাপতি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ, আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রাজার সাবেক স্ত্রী শরীফুন্নেসা শিরিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার সঙ্গে বর্তমানে আমার কোন সম্পর্ক নেই। এসব মামলার বিষয়ে আমি কিছুই জানি না।

প্রসেনজিত কুমার

নাটোর প্রতিনিধি , বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে