যাঁরা মানসিকভাবে শক্ত, তাঁদের অভ্যাসও স্বাস্থ্যকর হয়৷ তাঁরা নিজেদের আবেগ-অনুভূতি, চিন্তা ও আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন৷ আবার এমন অনেক জিনিস আছে, মানসিকভাবে শক্ত মানুষেরা যা করেন না৷
মানসিকভাবে শক্ত মানুষেরা বসে বসে ভাবেন না, হতাশাকে সঙ্গী নাহ করে পরিস্থিতি কতটা খারাপ অথবা অন্যান্যরা আমার সঙ্গে কী রকম ব্যবহার করেছে তা উপলব্ধি করে নিজেকে সংশোধন করে তাঁরা নিজেদের জীবনের দায়িত্ব নিজেরাই নেন৷ তাঁরা বোঝেন যে, জীবন সব সময় সহজ কিংবা ন্যায্য হয় না৷