সর্বনিম্ন বেতন ৮ হাজার ৭৫০ এবং সবোর্চ্চ ১৩হাজার ৫০০টাকা বাস্তবায়ন সহ ৬দফা দাবীতে নাটোর সুগার মিলস ও নর্থ বেঙ্গল সুগার মিল গেটে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা। বুধবার সকাল ৮টার দিকে নাটোর সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে মিল গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী সহ অন্যান্যরা। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জাতীয় মজুরী স্কেল বাস্তবায়ন করা হয়নি। তাই অবিলম্বে ২০১৫সালের ১জুলাই থেকে প্রস্তাবিত জাতীয় মজুরী স্কেল ঘোষনা সহ ৬দফা দাবী বাস্তবায়নে জোর দাবী জানানো হয়। এছাড়া ৬দফা দাবি বাস্তবায়ন না হলে প্রত্যেক রাষ্ট্রয়াত্ব কারখানা গেটে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী ঘোষনা করা হয়।অপরদিকে, ৬দফা দাবী বাস্তবায়নে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা প্রশাসনিক ভবন চত্ত্বরে বুধবার সকালে গেট মিটিং (ফটক সভা) করেছে।
সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় কমিটির আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সিবিএ সভাপতি খায়রুল বাসার ভাদু, সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাবেক সহ সম্পাদক আব্দুল মমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার পাল, আবু তাহের, নাহিদুজ্জামান, ফরহাদ হোসেন, আওলাদ হোসেন প্রমুখ।
বক্তারা পে-কমিশনের সাথে মজুরি কমিশনের বৈষম্যের কথা তুলে ধরে বলেন, সকল বৈষম্য দুর করে মে দিবসের (পহেলা মে) আগেই মজুরি কমিশন ঘোষণা করা না হলে বৃহত্ত্বর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসেনজিত কুমার
নাটোর প্রতিনিধি , বিডি টাইমস নিউজ ।