গণপরিবহনের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রী কল্যাণ সমিতির প্রায় শতাধিক কর্মী মানববন্ধনে অংশ নিয়ে এই দাবি জানান।

তারা বলেন, প্রতিবার জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে গণপরিবহনের ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানো হয়। পরে জ্বালানি তেলের দাম কমানো হলেও গণপরিবহনের কোন ভাড়া কমানো হয় না।

তারা বলেন, এর ফলে যাত্রীদের প্রতিনিয়ত বেশী ভাড়া দিয়ে চলাফেরা করতে হচ্ছে। গণপরিবহনের ভাড়া কমানোর জন্য জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবিও জানান তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে