বেসরকারী স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছেন নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
সোমবার বেলা ১১টা থেকে শহরের মুক্তির মোড় প্রধান সড়কের পাশে ঘন্টাকাল ব্যাপী নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের ডাকেএই মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ফেডারেশনের নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ময়নুল হাসান, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। বক্তরা অবিলম্বে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দ্রুত দাবি তুলে ধরেন। মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহন করেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।
খন্দকার রউফ পাভেল
নওগাঁ প্রতিনিধি | বিডি টাইম্স নিউজ।