জাতীয় দুর্যোগ মোকাবেলা ও উদ্ধার অভিযানে সহায়তায় রাজধানীতে বঙ্গবন্ধুর নামে নির্মাণ করা হলো আঞ্চলিক নৌঘাটি- বানৌজা শেখ মুজিব। সকালে রাজধানীর খিলক্ষেতে নবনির্মিত নৌঘাটির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর, বানৌজা শেখ মুজিব নৌঘাঁটি ও ২২টি বহুতল ভবনের উদ্বোধন এবং একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে নৌবাহিনীর সাফল্যের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের সুরক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। তাদের জীবনমান নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের জন্য কাজ করে, তাদের সুযোগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকারের ধারাবাহিকতায়  নৌবাহিনী মানসম্মত অবস্থানে  পৌঁছেছে। সকালে ঢাকায় আঞ্চলিক নৌঘাঁটি বানৌজা শেখ মুজিব এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। ভবিষ্যতে সরকার গঠন করলে নৌবাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তোলার প্রত্যয়ও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের ধারাবাহিকতায় নৌবাহিনী মানসম্মত জায়গায় পৌঁছেতে সক্ষম হয়েছে। দেশের সমুদ্রসীমাকে সুরক্ষিত রাখতে দায়িত্বশীলতার সাথে সবাইকে কাজ করার আহবানও জানান প্রধানমন্ত্রী।

আগামীতে ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তোলার ঘোষণাও দেন শেখ হাসিনা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে