দেশের ফোক ধাঁচের ব্যান্ড গুলোর মধ্যে Reshmi & MATI ব্যান্ডটি বর্তমানে সঙ্গীত জগতে খুব ভালো ভাবেই জায়গা করে নিয়েছে। ব্যান্ডের প্রতিষ্ঠতা বর্তমান সময়ের জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক ও দেশের অন্যতম জনপ্রিয় সোলস ব্যান্ডের Meer Masum সর্বদা ব্যান্ডটির পাশে থেকে নিজেদের মৌলিক গান দিয়ে সকল শ্রোতার মন জয় করে চলেছেন সফলতার সাথে। এই ব্যান্ডের ভোকালে আছেন তরুণ প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী Reshmi Mirza। শিল্প নগরী খুলনার এই শিল্পী পারিবারিক ভাবেই গানের সাথে সম্পৃক্ত ।

খুলনায় দীর্ঘ একটা সময় বিভিন্ন মঞ্চে গান করতেন রেশমী। সেখান থেকেই তার সঙ্গীতের যাত্রা শুরু। এরপর সংগীতনির্ভর রিয়েলিটি শো দিয়ে সঙ্গীতের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় সফলভাবে অতি সুনামের সাথে পরিচিতি পান এই তারকা।

রেশমী মির্জা তার প্রথম অ্যালবামের কাজ করতে গিয়েই গঠন হয় ‘রেশমী ও মাটি’ ব্যান্ডটি। তাঁর সব কাজের জন্যই পথ দেখিয়েছেন মীর মাসুম, যিনি রয়েছেন তাঁর ব্যান্ডেও।

বর্তমানে “রেশমী ও মাটি” ব্যান্ডটি স্টেজ নিয়ে প্রচন্ড ব্যস্ততায় রয়েছে। নতুন বছরের শুরু থেকেই ব্যান্ডটি স্টেজ নিয়ে ব্যস্ত ছিল। এই পহেলা বৈশাখ থেকে তাদের ব্যস্ততা আরো অনেক বেড়ে গেছে। প্রতিদিন একটি দুটি করে শো থাকছে নিয়মিত। আর একদিনে একাধিক শো থাকার কারণে অনেক শো’তে পারফর্ম ও করতে পারছে না এই ব্যান্ডটি।

আগামীকাল ২১ শে এপ্রিল বৃহস্পতিবার বরিশালের ভান্ডারিয়া বিহারী পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে ও আগামী ২২ শে এপ্রিল খুলনা আজম খাঁন কমার্স কলেজ মাঠে প্রাণ আপ এর সৌজন্যে আয়োজিত হবে বৈশাখী কনসার্ট। এখানে পারফর্ম করবে “রেশমী ও মাটি”। তাদের সাথে দুটি কনসাসার্টেই পারফর্ম করবেন দেশের বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত তারকা ইমরাম মাহমুদুল।

“রেশমী ও মাটি” ব্যান্ডের বর্তমান লাইনআপে যারা তাদের সবটুকু উজাড় করে সকল সঙ্গীত ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছেন –

ভোকাল – Reshmi Mirza
ড্রামার – Bikash Roy
গীটার (বেজ) – জাকের রানা।
গীটার (লীড) – Sajib Chowdhury
কিবোর্ড – Meer Masum
একতারা, খমক ও হারমোনিয়াম – মাখন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে