থানা হেফাজতে নির্যাতন করে মানুষ হত্যা মামলায় মিরপুর থানার এসআই জাহিদসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

রোববার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা চার্জ গঠনের আদেশ দিয়ে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৬ মে দিন ধার্য করেছেন।

ঘটনার দুই বছর পর মামলাটির বিচার শুরু করলেন আদালত। মামলার অপর দুই আসামি এএসআই রাশেদুজ্জামান ও কামরুজ্জামান মিঠু উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে।

২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি রাতে পল্লবী থানার ইরানী ক্যাম্পে এক বিয়ের অনুষ্ঠান থেকে সেখানের বাসিন্দা জনিকে ধরে নিয়ে যায় এসআই জাহিদ। পরে থানা হেফাজতে নির্যাতনের এক পর্যায়ে মৃত্যু হয় জনির।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে