বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইন্সটিটিউট আইন ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, দেশে ধান, পাটসহ বেশকিছু খাদ্যশস্যে পরমাণু বিজ্ঞানের ব্যবহার হয়ে আসছে। তবে আধুনিক পরমাণু কলা কৌশল প্রয়োগ করে অধিক উৎপাদন ও কৃষি সক্ষমতা বাড়ানোর জন্য এই আইনের প্রয়োজনীয়তা আছে বলে মনে করে মন্ত্রিসভা। সামরিক শাসনামলে থাকা এই আইনটি পরবর্তীতে আদালতের নির্দেশে নতুন করে পরিমার্জন করা হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে