বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইন্সটিটিউট আইন ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, দেশে ধান, পাটসহ বেশকিছু খাদ্যশস্যে পরমাণু বিজ্ঞানের ব্যবহার হয়ে আসছে। তবে আধুনিক পরমাণু কলা কৌশল প্রয়োগ করে অধিক উৎপাদন ও কৃষি সক্ষমতা বাড়ানোর জন্য এই আইনের প্রয়োজনীয়তা আছে বলে মনে করে মন্ত্রিসভা। সামরিক শাসনামলে থাকা এই আইনটি পরবর্তীতে আদালতের নির্দেশে নতুন করে পরিমার্জন করা হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।