আঙুলের ছাপ দিয়ে সিম নিবন্ধনে সবচেয়ে পিছিয়ে আছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। চারমাসেরও বেশি সময় পরেও মাঠ পর্যায়ে এখনো পুরোদমে কাজ শুরু করতে পারেনি সংস্থাটি। নিবন্ধন প্রক্রিয়া পুরোপুরি শেষ করতে আরো তিনমাস সময় লাগবে বলছে কর্তৃপক্ষ।

২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক। দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও ব্যবসায়িক সাফল্য ও সেবার দিক দিয়ে অন্যদের তুলনায় পিছিয়ে রয়েছে সংস্থাটি। দুর্বল নেটওয়ার্ক ও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে গ্রাহকের।

চার মাস আগে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হলেও টেলিটকের ৪২ লাখ গ্রাহকের মধ্যে নিবন্ধন করেছেন মাত্র চার লাখ। কর্তৃপক্ষ বলছে, অন্যান্য অপারেটরের তুলনায় কম বিনিয়োগ থাকায় মাঠ পর্যায়ে ব্যাপকভিত্তিক নিবন্ধন চালু করতে পারেনি সংস্থাটি।

এপ্রিলের মধ্যে পুরো নিবন্ধন কোনোভাবেই শেষ করা যাবে না বলছে কর্তৃপক্ষ। এজন্য সময় বাড়াতে সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন করবে সংস্থাটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে